প্যাকেজের মেয়াদকাল : ৪০ দিন। এয়ার লাইন্স থেকে সিডিউল প্রাপ্তি সাপেক্ষে কম/বেশি হতে পারে।
আবাসন ব্যবস্থা (মক্কা) : ৫ ষ্টার হোটেল হারাম শরীফ এর বাহিরের চত্তর হতে ১৫০ মিটার দূরত্বে।
আবাসন ব্যবস্থা (মদিনা) : ৩ ষ্টার হোটেল হারাম শরীফ থেকে ১০০ মিটার দূরত্বে। এই প্যাকেজে হজ্জযাত্রীগণ টিকেট প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ২০ দিন উল্লেখিত হোটেলে থাকতে পারবেন। এরপর মদিনা যাবেন। মদিনা থেকে এসে হজ্জের আগে দুই দিন হজ্জের পরে ৩ দিন আজিজিয়ায় থাকবেন। আজিজিয়া থেকে রিটার্ন ফ্লাইট হবে।
মক্কা ও মদিনাতে রুম সুবিধা : সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, সংযুক্ত বাথরুম, প্রতি রুমে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠান্ডা ও গরম পানির সু-ব্যবস্থা, প্রতি রুমে ৩/৪ জন করে থাকবেন।
মিনা : মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে। এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে।
কুরবানী : প্যাকেজে কুরবানী অন্তর্ভুক্ত নয়। কুরবানীর জন্য ৮০০ সৌদি রিয়াল (আনুমানিক) সঙ্গে নিতে হবে। পরিবহন: ফ্লাইনাস /সাউদিয়া/বিমান (সিট প্রাপ্তি সাপেক্ষে এজেন্সির সুবিধা অনুযায়ী)।
জিয়ারত : মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা মিনা, আরাফা, মুজদালিফা হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ মক্কা/আজিজিয়া থেকে মিনা- আরাফা-মুযদালিফা-মিনা-মক্কা ইত্যাদি সকল যানবাহন নিশ্চিত করা এবং মিনা ও আরাফায় তাবু, খাবারসহ আনুসাঙ্গিক সকল সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকার নিয়োজিত মোয়াল্লেমদের। হজ এজেন্সি মোয়াল্লেমদের সহিত সমন্বয় করে হজযাত্রীদের এই সেবা নিশ্চিতে কাজ করবে।
গাইড : সকল প্যাকেজে এজেন্সি গড়ে ৪৫ জন হজ্জযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবেন। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজ্জযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন। এছাড়া তিনি হজ্জযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন। গাইডগণ হজ্জযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজ্জকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না।